Breaking

Monday, July 6, 2020

চরভদ্রাসনে বন্যা কবলিত ২৭৫ পরিবার পেল জরুরী ত্রাণ


নাজমুল হাসান নিরব, ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চর ঝাউকান্দা ইউনিয়নের দুর্গম চরের প্রায় ২৭৫ টি বণ্যাকবলিত পরিবারকে  খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে।প্রতি পরিবারে ত্রান হিসেবে দশ কেজি চাল, ৫শত গ্রাম চিড়া,৫শত গ্রাম মুিুড় ও এক প্যাকেট নুডুলস দেওয়া হয়।

সোমবার দুপুরে  উক্ত ইউনিয়নের চরকালিকাপুর গ্রামে পানিতে ভাসমান পরিবারগুলোর মাঝে খাদ্য সামগ্রী পৌছে দেন উপজেলা নির্বাহী অফিসার জেসমিন সুলতানা।এছাড়া দুর্গত এলাকা ঘুরে শিশুদের মাঝে শিক্ষা উপকরন বিতরন ও বন্যার্ত পরিবারের ঘরে ঘরে গিয়ে খোজ খবর নেন তিনি।

উপজেলার ৪টি ইউনিয়নের চেয়ারম্যানদের দেওয়া তথ্যমতে সদর ইউনিয়নে ৫০০ পরিবার,হরিরামপুরে ২৩০০ পরিবার,গাজিটেকে ৫০০ ও চর ঝাউকান্দা ইউনিয়নে ৫০০ পরিবার সহ মোট ৩৮০০ পরিবার বন্যার কবলে পরেছে।

ইউএনও জানান পর্যায়ক্রমে বন্যার্ত প্রতিটি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী পৌছে দেওয়া হবে।
 এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক ও ইউপি চেয়ারম্যান মোঃফরহাদ হোসেন মৃধা।

No comments:

Post a Comment