Sunday, May 29, 2022
Sunday, March 20, 2022
চরভদ্রাসনে বালুর ড্রাম ট্রাকের ধাক্কায় মৃত ১জন | আমাদের ফরিদপুর
চরভদ্রাসনে বালুর ড্রাম ট্রাকের ধাক্কায় মৃত ১জন |
মোহাম্মদ রাশেদুজ্জামান,চরভদ্রাসন প্রতিনিধি:
ফরিদপুরের চরভদ্রাসনে বালুর ড্রাম ট্রাকের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ রবিবার(২০ মার্চ) ভোর সারে পাঁচটার দিকে উপজেলার জাকেরের সুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জিয়ারুল ইসলাম।
নিহত জয়নুদ্দিন মৃধা (৪৮) পার্শ্ববর্তী টিলারচর গ্রামের মৃহ রহমান মৃধার ছেলে।এ ঘটনায় রিক্সাচালক শাজাহান (৩৮) আহত অবস্থায় চরভদ্রাসন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে।
নিহত জয়নুদ্দিন মৃধাকে চরভদ্রাসন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে ইমারজেন্সী ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজে রেফার করে।পথে তার মৃত্যু হয়।
রিক্সাচালক সেক শাজাহান জানান,রিক্সা নিয়ে টিলারচর স্কুলের কাছে পৌছালে বিপরীত দিক থেকে আসা অবৈধ বালুর ড্রাম জোর গতিতে ধাক্কা মেরে দেয়ে।“আমি রিক্সা পাকা রাস্তা থেকে মাটির পারে নামিয়ে দেই তবুও তারা তাদের গাড়ি ে¯া না করে রিক্সাকে সরাসরি ধাক্কা মেরে দেয়”।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, নিহত জয়নুদ্দিন তার কর্মস্থল ঢাকার উদ্দেশ্যে রিক্সাযোগে চরভদ্রাসন গোপালপুর ঘাটের দিকে যাচ্ছিলেন। টিলার চর সরকারি প্রথমিক বিদ্যালয় নামক স্থানে আসলে বিপরীত দিক থেকে আসা বালুর ড্রাম ট্রাক রিক্সাকে ধাক্কা মেরে দেয়।এসময় রিক্সা পাশের বাশ ঝোপেঁর মধ্যে পড়ে যায়। ঘটনাস্থল থেকে জয়নুদ্দিন এবং রিক্সাচালককে গুরুতর আহত অবস্থায় হাসপালে নিয়ে আসা হয়। ট্রাক চালক সাথে সাথে পালিয়ে যায়। ট্রাক চালককে আটকের চেষ্টা চালানো হচ্ছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।
চেয়ারম্যানকে ঘুষের প্রস্তাব দেওয়ায় পুলিশে ধরিয়ে দিলেন | আমাদের ফরিদপুর
![]() |
চেয়ারম্যানকে ঘুষের প্রস্তাব দেওয়ায় পুলিশে ধরিয়ে দিলেন | আমাদের ফরিদপুর |
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের চেয়ারম্যানকে ১ লাখ টাকা ঘুষের প্রস্তাব দেওয়ায় ওহাব মোল্লা (৭৫) নামের এক ব্যাক্তিকে পুলিশে সোপর্দ করেছেন ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান।ওহাব মোল্লা রুপাপাত ইউনিয়নের কদমী গ্রামের বাসিন্দা।
জানা যায়, ওহাব মোল্লা পুলিশে চাকুরী দেওয়ার কথা বলে মুকসুদপুর উপজেলার প্রভাকরদী গ্রামেরবাসিন্দা মরিয়াম খাতুনের (৫১) ছেলে এনায়েত মুন্সিকে (১৯) পুলিশে চাকুরী দেওয়ার কথা বলে ওহাব মোল্লা ১০ লক্ষ টাকা নেয়। টাকা নেওয়ার পর তার ছেলের চাকুরী না হওয়ায় ওহাব মোল্লার কাছে টাকা ফেরত চায় ওই নারী।
এ ঘটনায় গত ২০১৯ সালের মে মাসের ১৫ তারিখে কদমী গ্রামে মারুফ মিয়ার বাড়ির সামনে একটি শালিস বৈঠক হয়।
শালিস বৈঠকের পর টাকা না পাওয়ায় গত ২০২২ সালের ১২ মার্চ ওই মহিলা রুপাপাত ইউনিয়নের গ্রাম আদালতে বিচার চেয়ে লিখিত অভিযোগ করেন মরিয়াম খাতুন।
অভিযোগের ভিত্তিতে ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান নোটিশ করলে ওহাব মোল্লার ছেলে আবু বক্কার শেখ সময়ের আবেদন করেন। আবেদনে প্রেক্ষিতে শনিবার (১৯ মার্চ) ইউনিয়ন পরিষদে উভয় পক্ষের উপস্থিতে সাক্ষীগণের মাধ্যমেসালিশ সভা হয়। এ সময় টাকা নেওয়ার বিষয়টি ওহাব মোল্লা স্বীকার করেন।
সালিশের এক পর্যায় ওহাব মোল্লা চেয়ারম্যান মো. মিজানুর রহমানকে শালিস থেকে ডেকে এনে ১ লক্ষ টাকা ঘুষ দেওয়ার প্রস্তাব করে বলেন, আপনাকে এক লাখ টাকা দিচ্ছি, আপনি শালিস বন্ধ করে দেন।
এ কথা শোনার পরে চেয়ারম্যান পুলিশকে খবর দিয়ে ওহাব মোল্লাকে পুলিশের হাতে তুলে দেন।
মরিয়াম খাতুন বলেন, আমার ৫ শতক জমি ছিল। ওই জমিতে আমি বসবাস করতাম। সেই জমি বিক্রি করে ওহাব মোল্লাকে চাকুরীর জন্য ১০ লক্ষ টাকা দেই। চাকুরীও দেয় না টাকাও ফেরত দেয় না।
রুপাপাত ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান বলেন, মরিয়াম নামের এক নারী আমার পরিষদে লিখিত অভিযোগ দেয় ওহাব মোল্লার নামে। শনিবার শালিসে বসলে ওহাব মোল্লা স্বীকার করেন তিনি ওই নারীর ছেলেকে পুলিশে চাকুরী দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা নিয়েছে। আমাকে ১ লাখ দেবে প্রস্তাব দিয়ে শালিস বন্ধ করে দিতে বলে ওহাব মোল্লা। পরে আমি পুলিশে খবর দিয়ে তাকে পুলিশের হাতে সোপর্দ করি।
ডহন নগর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরির্দশক (এসআই) কবির হোসেন বলেন, পুলিশের চাকুরি দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগে ওহাব মোল্লাকে আটক করে বোয়ালমারী থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে পুলিশের উর্ধতম কর্মকর্তাদের সাথে কথা বলে পরবর্তি আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Thursday, March 17, 2022
আলফাডাঙ্গার গোপালপুর ইউপি'র আয়োজনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন | আমাদের ফরিদপুর
আলফাডাঙ্গার গোপালপুর ইউপি'র আয়োজনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন | আমাদের ফরিদপুর |
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ২নং গোপালপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইনামুল হাসানের সভাপতিত্বে বক্তব্য দেন, ফরিদপুর জেলা কৃষক লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য শেখ শহীদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইকবাল হাসান চুন্নু, গোপালপুর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি হাসমত হোসেন কাজল, ইউপি সদস্য বাকিয়ার রহমান, উপজেলা যুবলীগ নেতা নওফেল আহমেদ ও উপজেলা ছাত্রলীগের সভাপতি কাজী কাওছার হোসেন টিটো প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, ইউপি সদস্য ওবায়দুর রহমান প্রমুখ।
আলোচনা সভা শেষে উপস্থিত সকলে কেক কেঁটে জন্মদিন উদযাপন করেন।
Friday, March 11, 2022
আলফাডাঙ্গায় ডক্ সাহেবের ৫ দিনব্যাপী বাৎসরিক ওরশ সম্পন্ন | আমাদের ফরিদপুর
আলফাডাঙ্গায় ডক্ সাহেবের ৫ দিনব্যাপী বাৎসরিক ওরশ সম্পন্ন | আমাদের ফরিদপুর |
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
বিশ্বওলী গাউসুল আজম বড়পীর হয়রত আব্দুল কাদির জিলানী (রহ.) স্মরণে ফরিদপুরের আলফাডাঙ্গায় হযরত শাহসূফী আব্দুল খালেক মুন্সি কাদরিয়া (ডক্ সাহেব) এর কেন্দ্রীয় দরবার শরীফে পাঁচ দিনব্যাপী বাৎসরিক ওরশ সম্পন্ন হয়েছে।
গত ৫ মার্চ থেকে শুরু হয়ে ৯ মার্চ পর্যন্ত পৌরসভার ইছাপাশা গ্রামে অবস্থিত বিশ্ব স্মৃতি কাদের মঞ্জিল প্রাঙ্গণে এ ওরশ অনুষ্ঠিত হয়।
জানা যায়, প্রায় অর্ধশত বছর হতে এই ওরশ অনুষ্ঠিত হয়ে আসছে। প্রত্যেকে নিজ কল্যাণার্থে পরম স্রষ্টা মহান আল্লাহ্ রাব্বুল আলামীনের করুনা তৎসহ রাসূলে পাক (সঃ) এর আদর্শ এবং ডক্ সাহেবের ছোহবাত, আত্মিক প্রেমপ্রীতি, ভালোবাসা এবং দোয়া সকলের অন্তর আত্মায় ধারণ করে দুনিয়া ও পরলৌকিক জগতের অশেষ কল্যাণ হাসিল করার লক্ষে দেশের দূর দুরান্ত বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার ভক্ত অনুরক্তরা ওরশ মোবারকে উপস্থিত হয়।
৫ দিনব্যাপী ওরশের বিভিন্ন দিনে আব্দুল খালেক মুন্সি (ডক্ সাহেব) এর সভাপতিত্বে ও মো. ওয়াহিদুজ্জামান মুন্সি (নাঈম) এর পরিচালনায় আলফাডাঙ্গা পৌরসভার মেয়র সাইফুর রহমান, সদর ইউপি চেয়ারম্যান এ কে এম আহাদুল হাসান, পৌরসভার প্যানেল মেয়র আজিজুর রহমান তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।
ওরশ অনুষ্ঠানের পরিচালক মো. ওয়াহিদুজ্জামান মুন্সী (নাঈম) জানান, ওরশ উপলক্ষে ৫ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্যে ছিলো, খতমে গাউছিয়া, খতমে খাজেগান শরীফ, ধর্মীয় গানের আসর, আওলিয়া কেরামের পবিত্র জীবনী নিয়ে আলোচনা, মিলাদ মাহফিল, ছেমা, কিয়াম, ফাতেহা, দেশের সার্বিক কল্যাণ এবং শান্তি কামনা করে আখেরী মোনাজাত ও তোবারক বিতরণ।
উল্লেখ্য, সুফিতন্ত্রের ভাবধারা ইসলামিক আধ্যাত্মিক চিন্তাচেতনায় মানুষ মানুষের মাঝে আত্মার সম্পর্ক স্থাপনের লক্ষে প্রায় প্রায় চার যুগের বেশী সময় ধরে ডক্ সাহেব তার নিজ বাড়ি আলফাডাঙ্গা পৌরসভার ইছাপাশা গ্রামে গড়ে তুলেছেন বিশ্ব স্মৃতি কাদের মঞ্জিল। প্রতি সপ্তাহের বুধবারে ডক্ সাহেবের সাপ্তাহিক জলসা এবং প্রতিবছর বাংলা ২০ই ফাল্গুন হতে ২৪ই ফাল্গুন হাজার হাজার ভক্তদের আগমনের মধ্য দিয়ে পাঁচদিন ব্যাপী বাৎসরিক ওরশ অনুষ্ঠিত হয়ে আসছে।
Wednesday, March 9, 2022
আ'লীগ প্রেসিডিয়াম মেম্বার আব্দুর রহমান এর ৬৮তম জন্মবার্ষিকী পালিত | আমাদের ফরিদপুর
আ'লীগ প্রেসিডিয়াম মেম্বার আব্দুর রহমান এর ৬৮তম জন্মবার্ষিকী পালিত | আমাদের ফরিদপুর |
আব্দুল্লাহ আল মামুন রনী,বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের বোয়ালমারীতে বুধবার (৯/০৩/২০২২ইং) রাত আটটায় বাংলাদেশ আওয়ামিলীগের প্রেসিডিয়াম মেম্বার,ফরিদপুর -১ আসনের সাবেক সাংসদ আব্দুর রহমান এর ৬৮তম জন্মবার্ষিকী উৎযাপন করেন বোয়ালমারী উপজেলা ও পৌর যুবলীগ এবং উপজেলা ও পৌর ছাত্রলীগ এর নেতৃবৃন্দ।
কেক কেটে,মিষ্টি বিতরনের মাধ্যমে পালন করা হয় জন্মবার্ষিকী। অনুষ্ঠানে আব্দুর রহমান এর জীবনী তুলে ধরেন নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য,বোয়ালমারী উপজেলা যুবলীগের আহবায়ক, চতুল ইউপির সাবেক চেয়ারম্যান শরীফ সেলিমুজ্জামান লিটু,জেলা যুবলীগের সদস্য, বোয়ালমারী উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক দাউদুজ্জামান দাউদ,উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সফিউল্লাহ শাফি,সদস্য ওবাইদুর সরদার।পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক রবিউল ইসলাম,গোপাল সাহা।
উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক প্রান্ত সিদ্দিক,জেলা ছাত্রলীগের সহ সভাপতি আশিকুর রহমান,পৌরছাত্রলীগের সভাপতি আমিনুর শেখ ফাহিম,সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম মিদুল,সাংগঠনিক সম্পাদক শাফায়াৎ বাপ্পি সহ নেতৃবৃন্দ।
বিকালে উপজেলা ও পৌর ছাত্রলীগের উদ্যোগে বিভিন্ন মসজিদে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
সালথায় দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণে উদ্বুদ্ধকরণ সভা
সালথায় দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণে উদ্বুদ্ধকরণ সভা |
সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় মৎস্য চাষীদের নিয়ে ২০২১-২০২২ইং অর্থ বছরে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা পার্যায়ে র্যালী ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ মার্চ) বেলা ১২টায় সালথা উপজেলা মৎস্য অফিসের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এর আগে একটি র্যালী বের হয়ে উপজেলা সদর বাজার ও প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা চত্বরে এসে শেষ হয়।
সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ তাছলিমা আকতারের সভাপতিত্বে উদ্ধুদ্ধকরণ সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা বিভাগের মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক জিল্লুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: ওয়াদুদ মাতুব্বর, ফরিদপুর জেলার মৎস্য কর্মকর্তা মো: মনিরুল ইসলাম, গোপালগঞ্জ জেলার দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প পরিচালক এস এম আশিকুর রহমান।
দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় আয়োজিত উদ্বুদ্ধকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে জিল্লুর রহমান বলেন, দেশি মাছ মানুষের দেহের প্রচুর পুষ্টি যোগায়। দেশীয় মাছ সংরক্ষণে আমাদের সকলের সম্মিলিতভাবে কাজ করতে হবে।
দেশে বিভিন্ন প্রজাতির মাছ হারিয়ে যাচ্ছে। এ মাছ সংরক্ষণের উদ্যোগ নিয়েছে সরকার। দেশীয় মাছ সংরক্ষণে লাইভ জিন ব্যাংক করা হয়েছে। দেশের কোন প্রান্তে দেশীয় মাছের সংকট দেখা দিলে জিন ব্যাংক থেকে মাছের পোনা এনে সংকটাপন্ন এলাকায় অবমুক্ত করা হবে।
সালথা উপজেলা চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বর বলেন, সালথায় মাছ চাষ করার মত প্রচুর জায়গা রয়েছে, কিন্তু বরাদ্দের অভাবে আমরা সেই ভাবে কাজ করতে পারছিনা। মৎস্য অধিদপ্তর সহযোগিতা করলে সালথায় যে মাছ উৎপাদন হবে সেটা দিয়ে ১০টি জেলায় মাছের চাহিদা পূরণ করা সম্ভব হবে।
সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, আপনারা কেউ ছোট মাছ ধরবেন না। কেউ কারেন্ট জাল ব্যবহার করবেন না। সালথায় বড় ধরনের একটি নদী আছে আমরা যদি সেটাকে কাজে লাগাতে পারি তাহলে সালথায় মাছের কোন অভাব হবে না। সালথাকে মডেল উপজেলায় রুপান্তিত করতে হলে শামুক সংরক্ষন ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে। আর ঝাটকা নিধন বন্ধ করতে হবে।
উপজেলা মৎস্য অফিসার রাজীব রায়ের সঞ্চালনায় এসময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, সালথা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো. আরিফুল ইসলামসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, সাংবাদিকও মৎস্যচাষীরা উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলা মৎস্য অফিসার রাজীব রায় প্রকল্প বর্ণনা তুলে ধরে দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ এবং উন্নয়ন প্রকল্পের বাস্তবতা এবং চাষ, সংরক্ষণ ও নিধনরোধে আলোচনা করেন এবং প্রজেক্টরের মাধ্যমে তা বুঝানো হয়।
Tuesday, March 8, 2022
অর্থ পাচার মামলায় সাবেক মন্ত্রীর ভাই বাবর গ্রেপ্তার | দৈনিক আমাদের ফরিদপুর
দুই হাজার কোটি টাকা পাচার মামলায় সাবেক মন্ত্রীর ভাই বাবর গ্রেপ্তার | দৈনিক আমাদের ফরিদপুর |
মোহাম্মদ রাশেদুজ্জামান, চরভদ্রাসন প্রতিনিধি:
ফরিদপুরের আলোচিত ২ হাজার কোটি টাকা পাচার মামলার চার্জশিটভুক্ত আসামি ও সাবেক এলজিআরডি মন্ত্রীর ছোট ভাই খন্দকার মোহতেশাম হোসেন বাবরকে সোমবার দিবাগত রাত ৩টার দিকে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
গত ২০২১ সালের ৩ মার্চ দুই হাজার কোটি টাকা পাচারের মামলায় সাবেক এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের ভাই মোহতেশাম হোসেন বাবরসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে সিআইডি পুলিশ।
অতিরিক্ত পুলিশ (প্রশাসন ও অপরাধ) জামাল পাশা জানিয়েছেন, সোমবার দিবাগত রাত ৩টার দিকে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ (মঙ্গলবার) দুপুরে ফরিদপুরের কোতয়ালী থানায় এ সংক্রান্ত এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করেছে জেলা পুলিশ। সেখানে বিস্তাড়িত জানোনো হবে।
ঢাকা মহানগর হাকিম আদালতের সংশ্নিষ্ট শাখায় এ অভিযোগপত্র দাখিল করেন সিআইডির সহকারী পুলিশ সুপার উত্তম কুমার বিশ্বাস।
এ মামলার গ্রেপ্তারকৃত অপর আসামিরা হলেন, ফরিদপুর শহর আওয়ামী লীগের বহিস্কৃত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত, তার ভাই ইমতিয়াজ হাসান রুবেল, ফরিদপুর শহর আওয়ামী লীগের সভাপতি নাজমুল ইসলাম খন্দকার লেলভী, শহর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আসিবুর রহমান ফারহান,এএইচএম ফুয়াদ, ফাহাদ বিন ওয়াজেদ ওরফে ফাহিম, কামরুল হাসান ডেভিড, মুহাম্মদ আলি মিনার ও তারিকুল ইসলাম ওরফে নাসিম। আসামিদের মধ্যে মুহাম্মদ আলি মিনার ও তারিকুল ইসলাম ওরফে নাসিম পলাতক রয়েছেন।
এ মামলার ১০ আসামির বিরুদ্ধে চার্জগঠন শুনানি আগামী ২৪ মার্চ দিন ধার্য করেছেন আদালত। গতকাল সোমবার ঢাকার দশ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মাদ নজরুল ইসলামের আদালত এ তারিখ ঠিক করেন।