Breaking

Thursday, May 30, 2024

May 30, 2024

সালথায় দৈনিক আমার সংবাদ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালন

 

সালথায় দৈনিক আমার সংবাদ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালন
সালথায় দৈনিক আমার সংবাদ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালন 

শরিফুল হাসান,সালথা (ফরিদপুর)প্রতিনিধি:

ফরিদপুরের সালথায় জাতীয় দৈনিক আমার সংবাদ পত্রিকার ১২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ মে) বেলা ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে কেক কেটে এই প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। উক্ত অনুষ্ঠানের আয়োজন করেন দৈনিক আমার সংবাদের সালথা উপজেলা প্রতিনিধি বিধান মন্ডল। 


সালথা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মনির মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নাহিদের সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান বালী। 


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান, সালথা উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান শওকত হোসেন মুকুল। 
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক আবু নাসের হুসাইন, মজিবুর রহমান, এফ এম আজিজুর রহমান আজিজ, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম, কার্যকরী সদস্য আরিফুল ইসলাম, দৈনিক মানবকন্ঠের সালথা উপজেলা প্রতিনিধি  শরিফুল হাসান, আকাশ সাহা, আবুল বাসার, সালথা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদ হাসান এমিলি প্রমুখ। 


এসময় দৈনিক আমার সংবাদ পত্রিকার উত্তরোত্তর  সাফল্য কামনা করেন অতিথিবৃন্দ।



Thursday, December 7, 2023

December 07, 2023

ফরিদপুরে রাজমিস্ত্রির জোগালে দিয়ে জিপিএ-৫ পাওয়া এজাজুলের উচ্চ শিক্ষা নিয়ে শঙ্কা

 

ফরিদপুরে রাজমিস্ত্রির জোগালে দিয়ে জিপিএ-৫ পাওয়া এজাজুলের উচ্চ শিক্ষা নিয়ে শঙ্কা
ফরিদপুরে রাজমিস্ত্রির জোগালে দিয়ে জিপিএ-৫ পাওয়া এজাজুলের উচ্চ শিক্ষা নিয়ে শঙ্কা

নাজমুল হাসান নিরব, ফরিদপুর প্রতিনিধি : 

২০২৩ সালের এইচ.এস.সি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েও অর্থাভাবে উচ্চ শিক্ষাগ্রহনের স্বপ্ন অনিশ্চিত মো:এজাজুল করিমের।সে এবছর খরসূতী বঙ্গবন্ধু সরকারী কলেজের বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে।


এজাজুলের বাড়ি ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের চন্দনী গ্রামে।সে এবছর বোয়ালমারী উপজেলা থেকে বিজ্ঞান বিভাগ থেকে একমাত্র জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র।


শিশুকাল থেকে নিদারুন অর্থকষ্টের মধ্যে শুরু করেন পড়াশোনা। তার বাবা রিহাদ মোল্যা(৫০) পেশায় কৃষক।নিজের জমি-জমা তেমন না থাকায় অন্যের জমিতে কাজ করাই সংসার চালানোর চালিকাশক্তি।পাঁচ ভাইয়ের মধ্যে এজাজুল সেজো।বড়ভাই বিয়ের পর আলাদা সংসার গড়েছে।মেঝোভাই (২৩)মানসিক প্রতিবন্ধী।চতুর্থ ভাই (১৬) রাজমিস্ত্রির যোগালে।ছোটভাই (১০) চতুর্থ শ্রেনীতে পড়ে।বর্তমানে এজাজুলের বাবা অধিকাংশ সময় অসুস্থ থাকে।


এজাজুল বিভিন্ন সময়ে অর্থকষ্টে রাজমিস্ত্রির জোগালে হিসাবে কাজ করে।করোনাকালীন সময়ে দীর্ঘদিন স্কুল -কলেজ বন্ধ থাকায় নিয়মিত ভাবে রাজমিস্ত্রির কাজ করতে থাকে। শিক্ষাজীবন বারবার দারিদ্রতার কাছে হার মেনে থমকে যেতে চাইলেও এজাজুলের অদম্য ইচ্ছা শক্তি এবং শিক্ষকদের অনুপ্রেরণায় ধারাবাহিকভাবে সাফল্য অর্জন করতে থাকে।সে উমরনগর চন্দনী উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে ২০২১সালে এসএসসি পাশ করে।সে বড় হয়ে ডাক্তার,ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখলেও পৃষ্ঠপোষকতার অভাবে সেই স্বপ্ন ফিকে হতে চলেছে।


এজাজুল আজও স্বপ্ন দেখে বুয়েট-মেডিকেল বা ভার্সিটিতে পড়তে না পারলেও যেনো মানুষের মতো মানুষ হয়।ভবিষ্যতে তার মতো অসহায়দের পাশে দাঁড়ানোর সামর্থ্য আল্লাহ যেনো তাকে দেন।


অদম্য এজাজুলদের থমকে যেতে নেই। এজাজুলের মা বলেন- অন্য মা দের মতো আমিও স্বপ্ন দেখি আমার এজাজুলকে নিয়ে। কিন্তু আমাদের সামর্থ্য যে নেই!!!যতটুকু সাধ্য ছিল তা করেছি।ছেলেটার মুখের দিকে তাকালে ভাষা খুজে পাইনা।সরকারী /বেসরকারি কোন সহযোগীতা পেলে আমার এজাজুল এলাকার মুখ উজ্জ্বল করবে।


খরসূতী চন্দ্রকিশোর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আল মামুন রনী বলেন- অদম্য এজাজুলের প্রবল ইচ্ছাশক্তি, মানষিক দৃঢ়তা আর সঠিক পৃষ্ঠপোষকতা ওর লক্ষ্যে পৌছে দিবে।



Monday, December 4, 2023

December 04, 2023

Journalist Nazmul Hasan Nirob: A Beacon of Truth and Courage

Journalist Nazmul Hasan Nirob: A Beacon of Truth and Courage
Journalist Nazmul Hasan Nirob: A Beacon of Truth and Courage


In the ever-evolving landscape of journalism, few individuals embody the true essence of the profession like Nazmul Hasan Nirob. With unwavering dedication, relentless pursuit of truth, and unwavering courage, Nirob has become an influential figure in the world of journalism. This article explores the life, work, and impact of this remarkable journalist.


Early Life and Journey:

Nazmul Hasan Nirob was born into a modest family, hailing from a small village. From an early age, he demonstrated a deep curiosity and passion for uncovering the truth. He pursued his education in journalism and embarked on a journey to shed light on critical issues affecting society, particularly those that were often overlooked or suppressed.


Fearless Reporting and Investigative Journalism:

Nirob's journalistic endeavors have been characterized by fearlessness and an unyielding commitment to reporting the truth. He has fearlessly exposed corruption, social injustices, and political malpractices, often putting himself at great personal risk. Through investigative journalism, Nirob has delved deep into complex issues, unveiling hidden truths and bringing them to the public's attention.


Championing Press Freedom:

Nirob is a staunch advocate for press freedom, recognizing its importance in a democratic society. He firmly believes that an independent media is vital for holding those in power accountable and ensuring the transparency and integrity of governance. Nirob has been at the forefront of movements and initiatives that promote freedom of the press, risking his own safety to protect this fundamental pillar of democracy.


A Voice for the Marginalized:

Throughout his career, Nirob has dedicated himself to giving a voice to the marginalized and underrepresented. He has shed light on the struggles faced by disadvantaged communities, championing their causes and advocating for their rights. By amplifying their voices, Nirob has helped bring attention to issues such as poverty, human rights abuses, and social inequality, igniting conversations and inspiring positive change.


Impact and Recognition:

Nirob's contributions to journalism have not gone unnoticed. His investigative reports have led to significant social and political transformations, exposing corruption and malfeasance. His work has earned him accolades and recognition both nationally and internationally. Nirob's integrity, tenacity, and commitment to his profession have inspired countless aspiring journalists, who look to him as a role model in their own pursuit of truth.


Inspiring the Next Generation:

Beyond his professional achievements, Nirob is known for his dedication to nurturing the next generation of journalists. He actively engages with aspiring journalists, sharing his knowledge, experiences, and insights. Through mentorship and guidance, Nirob is shaping the future of journalism, instilling in young minds the values of truth, integrity, and ethical reporting.


Nazmul Hasan Nirob stands as a shining example of a journalist committed to uncovering the truth, championing press freedom, and giving a voice to the voiceless. His fearless reporting and investigative journalism have made a lasting impact, inspiring change and shaping public discourse. Nirob's unwavering dedication to his profession and unwavering courage make him a beacon of truth in an era where journalism faces numerous challenges. His legacy serves as an inspiration for journalists worldwide, reminding us of the power of journalism to bring about positive change in society.



December 04, 2023

চরভদ্রাসনে সকল শিক্ষা প্রতিষ্ঠানের পতিত জমিতে বাগান গড়ার নিমিত্তে আলোচনা সভা অনুষ্ঠিত

 

চরভদ্রাসনে সকল শিক্ষা প্রতিষ্ঠানের পতিত জমিতে বাগান গড়ার নিমিত্তে আলোচনা সভা অনুষ্ঠিত
চরভদ্রাসনে সকল শিক্ষা প্রতিষ্ঠানের পতিত জমিতে বাগান গড়ার নিমিত্তে আলোচনা সভা অনুষ্ঠিত

নাজমুল হাসান নিরব,চরভদ্রাসন প্রতিনিধি:

ফরিদপুরের চরভদ্রসনে সকল শিক্ষা প্রতিষ্ঠানের পতিত জমিতে সবজি বাগান গড়ার নিমিত্তে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 


উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে রবিবার সকাল ১০টায় ‘দেশের এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে’ প্রধানমন্ত্রীর এ অনুশাসনের উপর গুরুত্ব দিয়ে সভাটির আয়োজন করেন উপজেলা প্রশাসন। উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ এ সভায় অংশ নেয়। 


সভাটির সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী মোর্শেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ কাউছার।বিশেষ অতিথি হিসেবে উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মোতালেব হোসেন মোল্যা উপস্থিত ছিলেন। 


সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, উপজেলা কৃষি অফিসার মোঃ তোফাজ্জেল হোসেন, উপজেলা প্রকৌশলী মোঃ জালাল উদ্দিন খান, উপজেলা শিক্ষা অফিসার মোঃ নিয়ামত হোসেন, প্রধান শিক্ষক মোজাহারুল হক, সামসুদ্দিন আহাম্মেদ, অগ্নিশ্বর মন্ডল ও কাইয়ূম হোসেন প্রমূখ।


সভায় উপজেলার প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গনে পতিত অনাবাদি জমিতে চলতি শীত মৌসুমে গাজর, টমেটো, মুলা, ঢেড়শ ও বেগুন সহ বিভিন্ন সব্জি আবাদের জন্য তাগিদ দেওয়া হয়। শিক্ষা প্রতিষ্ঠানে সব্জি আবাদের জন্য বীজ ও মাঠ তৈরীর খরচ উপজেলা প্রশাসন বহন করবেন বলেও জানান। প্রধানমন্ত্রীর উল্লেখিত অনুশাসনটি বাস্তবায়ন হলে উপজেলার কৃষিক্ষেত্রে এক বৈপ্লবিক পরিবর্তন আসবে বলে ধারনা করা হচ্ছে। সভাশেষে শিক্ষকদের মাঝে বীনামূল্যে সবজি বীজ বিতরন করেন প্রশাসন। 



Friday, December 1, 2023

December 01, 2023

বিয়ের দাবিতে দুই সন্তানের জননীর প্রেমিকের বাড়িতে অবস্থান

 

বিয়ের দাবিতে দুই সন্তানের জননীর প্রেমিকের বাড়িতে অবস্থান
বিয়ের দাবিতে দুই সন্তানের জননীর প্রেমিকের বাড়িতে অবস্থান

নাজমুল হাসান নিরব,ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের সালথা বিয়ের দাবিতে দুই সন্তানের জননীর প্রেমিকের বাড়িতে অবস্থান নেওয়ার খবর পাওয়া গেছে। অবস্থান নেওয়ায় ঐ নারী মারধরের শিকার হয়েছেন বলে জানান।


শুক্রবার (১ ডিসেম্বর) উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কাগদী (সজ্জনকান্দা) এলাকায় এই ঘটনা ঘটে। অভিযুক্ত প্রেমিক হাফিজুর মোল্যা (৪৫) একই গ্রামের চানমিয়া মোল্যার বড় পুত্র। তার এক স্ত্রী ও দুই পুত্র সন্তান রয়েছে।


অবস্থানকালীন সময়ে ঐ নারী জানায়, প্রায় তিন বছর যাবৎ হাফিজুরের সাথে তার সম্পর্ক চলে আসছে। সম্পর্ক চলাকালীন সময়ে ঐ নারীর সাথে হাফিজুর শারীরিক সম্পর্ক স্থাপন করে। সর্বশেষ গত বৃহস্পতিবার রাতে হাফিজুর ঐ তরুণীর সাথে দেখা করে বাড়িতে যেতে বলে, বাড়িতে গেলে বিয়ে করবে বলে কথা দেয়। 


শুক্রবার সকালে ঐ নারী হাফিজুরের বাড়িতে গেলে, হাফিজুর, তার চাচ ছিরু মোল্যা ও পরিবারের সদস্যরা ঐ তরুণীকে মারধর করে এবং বটি দিয়ে কোপ দেয় বলে জানান। 


ঐ নারী আরো বলেন, প্রায় তিন বছর হাফিজুরের সাথে আমার প্রেমের সম্পর্ক। বিয়ের কথা ও বিভিন্ন লোভ লালসা দিয়ে ও আমার সাথে শারিরীক সম্পর্ক করেছে। ওর জন্য আমার ঘর-সংসার, জীবন-যৌবন সব শেষ। ও আমাকে বিয়ে না করলে আমার মরা ছাড়া গতি নাই। আমাকে বিয়ে না করলে আমি আত্মহত্যা করবো।


হাফিজুর বাড়িতে না থাকায় তার  মা জানায়, ঐ তরুণীর সাথে আমার ছেলের কোন সম্পর্ক নাই, মারধরের কথা জিজ্ঞেস করলে তিনি বাড়িতে ছিলেন না বলে জানান।


এই বিষয়ে মাঝারদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আফছার মাতুব্বর বলেন, বিষয়টি আমি মাত্রই জানতে পারলাম। দেখি কি করা যায়। 


সালথা থানা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. শেখ সাদিক বলেন, এই বিষয়ে আমরা কোন অভিযোগ পাই নাই। অভিযোগ প্রাপ্তিতে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।



Friday, November 17, 2023

November 17, 2023

ফরিদপুরে অটোরিকশা উল্টে দুই পুলিশ সদস্য নিহত, আহত ৪

 

ফরিদপুরে অটোরিকশা উল্টে দুই পুলিশ সদস্য নিহত, আহত ৪
ফরিদপুরে অটোরিকশা উল্টে দুই পুলিশ সদস্য নিহত, আহত ৪

মোঃরিফাত ইসলাম,ফরিদপুর:

ফরিদপুরের ভাঙ্গায় হাইওয়েতে সিএনজিচালিত অটোরিকশা (থ্রি-হুইলার) উল্টে দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন। এসময় আরও তিনজন পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন।নিহত দুই পুলিশ সদস্য হলেন- ভাঙ্গা হাইওয়ে থানার নায়েক নাজমুল হোসেন ও কনস্টেবল নাসির উদ্দিন।


শুক্রবার (১৭ নভেম্বর) ভোর ৫টার দিকে ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের পুখুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


আহত তিন পুলিশ সদস্য হলেন- কনস্টেবল জাকির হোসেন, ইব্রাহীম সরদার ও মিথোয়াইচিং মারমা। তারা সবাই ভাঙ্গা হাইওয়ে থানায় কর্মরত।আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলেও জানা যায়।


পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ফরিদপুরে বার্ষিক ফায়ারিং অনুশীলনে অংশ নেওয়ার জন্য ভোরে ভাঙ্গা থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় রওয়ানা হন পাঁচজন পুলিশ সদস্য। পুখুরিয়া বাসস্ট্যান্ডে পৌঁছালে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন পুলিশ সদস্য নিহত হন। গুরুতর আহত হন আরও তিন পুলিশ সদস্য।


প্রত্যক্ষদর্শী জানান, বৃষ্টির কারণে সড়ক পিচ্ছিল ছিল। হঠাৎ বিকট শব্দে পুখুরিয়া বাসস্ট্যান্ডে দ্রুতগতির পুলিশ বহনকারী অটোরিকশাটি সড়কে ছিটকে উল্টে যায়। এ সময় ঘটনাস্থলেই দুইজন পুলিশ সদস্যের মৃত্যু হয় এবং কয়েকজন ভেতরে আটকা পড়েন। বৃষ্টির মধ্যে ইট ভাটা ও বাসা বাড়িতে নেওয়ার সময় হালকা পড়ে থাকা মাটি এবং কাদায় সড়ক পিচ্ছিল ছিল। মহাসড়কে এসব অবৈধ যানবাহনে চলাচল সবসময়ই ঝুঁকিপূর্ণ।


খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ, স্থানীয় থানা ও ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে উদ্ধার কাজ চালায়। আহতদের উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়ারুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ভাঙ্গা হাইওয়ে থানার পাঁচজন পুলিশ সদস্য ভোরে মাসকেট্রি অনুশীলনের জন্য অটোরিকশায় করে ফরিদপুরে যাওয়ার পথে দুর্ঘটনা হয়।এতে দুই পুলিশ সদস্য নিহত ও আহত হন ৩ জন। আহতদের উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 


Thursday, November 9, 2023

November 09, 2023

সালথায় কাজী আব্দুস সোবহানের গণসংযোগ ও লিফলেট বিতরণ

  

সালথায় কাজী আব্দুস সোবহানের গণসংযোগ ও লিফলেট বিতরণ

শরিফুল হাসান,সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ


প্রধানমন্ত্রী  জননেত্রী শেখ হাসিনার  বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড তুলে ধরে মোটরসাইকেল শোভাযাত্রা,লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন ফরিদপুর জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি ও রিয়া রাথিন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুস সোবহান।


আজ বৃহস্পতিবার বিকেলে   বিএনপি ও জামায়াতের ডাকা হরতাল অবরোধের বিরুদ্ধে মটর সাইকেল শোভাযাত্রা বের করা হয়। এটি সালথা উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এবং সালথা বাজারে সাধারণ  মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উন্নয়নের লিফলেট বিতরণ ও গণ সংযোগ  করেন। পরে সালথা বাজার মসজিদের নির্মাণাধীন ভবনের জন্য আর্থিক সহায়তা প্রদান করেন। 


এ সময় জেলা মৎস্যজীবী লীগের সহ-সভাপতি কাজী সুমন, সাংগঠনিক সম্পাদক কাজী রাজু, কার্যনির্বাহী সদস্য ফারুক মন্ডল, সালথা উপজেলা মৎস্যজীবী লীগের আহবায়ক মেজবাহ উদ্দিন মিঠু, সালথা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন বাচ্চু, সালথা বাজার জামে মসজিদের সাধারণ সম্পাদক আব্দুর রহমান মাতুব্বর, সালথা উপজেলা মৎস্য জীবিলীগের যুগ্ম-আহবায়ক হ্নদয় খান সুমন সহ স্থানীয় মৎস্যজীবী লীগের নেতৃবৃন্দ উপস্থিত  ছিলেন। 


জনসংযোগ কালে  কাজী আব্দুস সোবহান  বর্তমান সরকারের উন্নয়নমূলক বিভিন্ন কর্মকাণ্ড জনগনের কাছে তুলে ধরেন এবং পুনরায় বিপুল ভোটে জননেত্রী শেখ হাসিনাকে জয়যুক্ত করতে জনগনের কাছে তার আশাবাদ ব্যক্ত করেন।

Tuesday, September 12, 2023

September 12, 2023

ফরিদপুরে ডেঙ্গু সচেতনতায় ওয়ালটন এর র‌্যালী ও পরিষ্কার-পরিচ্ছন্নতা

 

ফরিদপুরে ডেঙ্গু সচেতনতায় ওয়ালটন এর র‌্যালী ও পরিষ্কার-পরিচ্ছন্নতা
ফরিদপুরে ডেঙ্গু সচেতনতায় ওয়ালটন এর র‌্যালী ও পরিষ্কার-পরিচ্ছন্নতা

নাজমুল হাসান নিরব,ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের নীলটুলি ওয়ালটন প্লাজা এবং কানাইপুর শাখার যৌথ উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি এবং পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রম করা হয়েছে।


সোমবার (১১ সেপ্টেম্বর) সকাল  ১১টায় ফরিদপুরের চর টেপাখোলা মাধ্যমিক বিদ্যালয় প্রঙ্গনে একটি র‍্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রম করা  হয়। ‘ক্রেতা তুমি আপনজন, ঘোর বিপদেও তোমার আমরা সাথি সারাক্ষণ’ এ স্লোগানে প্লাজার ম্যানেজার ও কর্মকর্তা-কর্মচারীদে ও স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে এ র‍্যালি করা হয়।


র‍্যালিতে অংশ নেন ওয়ালটনের কর্মকর্তা, কর্মচারীগণ, চর টেপাখোলা মাধ্যমিক বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক মন্ডলী এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ছাত্র-ছাত্রী। 


ওয়ালটনের নিলটুলী প্লাজার ম্যানেজার প্রকাশ চন্দ্র বিশ্বাস জানান,আমরা যদি আমাদের চারপাশে পরিষ্কার রাখি,কোথাও পানি জমতে না দেই,তাহলে ডেঙ্গু প্রতিরোধে অকেটাই সক্ষম হবো।ওয়ালটন সবসময় সমাজ সংস্কারে কাজ করে আসছে।


ওয়ালটনের কর্মকর্তারা আরো বলেন, ডেঙ্গু এখন ভয়াবহ রূপ ধারণ করছে। আমাদের সবার উচিত সচেতন হওয়া এবং সচেতনতা বৃদ্ধি করা। কেউ তার প্রিয়জনকে হারাক, এটা কোনোভাবেই কাম্য নয়। তাই, ওয়ালটনের পক্ষ থেকে এ সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করা হয়েছে।




Sunday, August 27, 2023

August 27, 2023

চরভদ্রাসন প্রিমিয়ার লিগ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

 

চরভদ্রাসন প্রিমিয়ার লিগ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত
চরভদ্রাসন প্রিমিয়ার লিগ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

নাজমুল হাসান নিরব,ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চরভদ্রাসন স্পোর্টিং ক্লাবের আয়োজনে “ চরভদ্রাসন প্রিমিয়ার লীগ-২০২৩”  এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।


শনিবার(২৬ আগষ্ট) বিকেল ৪ টায় উপজেলার চরভদ্রাসন সরকারি কলেজ মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।


উক্ত খেলায় মুক্তিযোদ্ধা ক্রীড়া সংসদকে  ১-০ গোলে পরাজিত করে আরামবাগ ক্রীড়া চক্র বিজয় লাভ করে। খেলা শেষে বিজয়ী এবং রানার্সআপদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,চরভদ্রসন সরকারি কলেজের অধ্যক্ষ ড. নিখিল রঞ্জন বিশ্বাস,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম রেজা,উপজেলা ভাইস চেয়ারম্যান মোতালেব মেল্যা,বিশিষ্ট রাজনীতিবীদ আনোয়ার আলী মোল্যা,বনিক সমিতির সাবেক সভাপতি শহীদুল ইসলাম মোল্যা,ভিপি মিজান, মুক্তিযোদ্ধা বৃন্দ,সাংবাদিক সহ স্থানীয় ক্রিয়া প্রেমিরা।


এসময় চরভদ্রাসন স্পোর্টিং ক্লাবের সভাপতি নাজমুল হেসেন, সাধারণ সম্পাদক নিয়াজ মাখদুমসহ অত্র ক্লাবের সকল সদস্য এবং অন্যান্য স্পনসরশীপগণ উপস্থিত ছিলেন।


খেলায় প্রায় ৫ হাজর দর্শক উপস্থিত ছিলেন।পুরো খেলাতে মাত্র ১ টি গোল হওয়ায় খেলাটি ছিল উত্তেজনায় ভরপুর। খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন মুসা।এছাড়া ম্যান অফ দ্যা টুর্নামেন্ট হন মেহেদি।সেরা গোলকিপার নির্বাচিত হন রোহান।এ সময় বিজয়ীদের ট্রফি ও অন্যান্য খেলোয়ার ও অতিথি বৃন্দের মাঝে পুরুষ্কার বিতরন করা হয়।



Tuesday, August 15, 2023

August 15, 2023

ফরিদপুরে শোক দিবস উপলক্ষে আলোচনা সভা

ফরিদপুরে শোক দিবস উপলক্ষে আলোচনা সভা
ফরিদপুরে শোক দিবস উপলক্ষে আলোচনা সভা


নাজমুল হাসান নিরব, ফরিদপুর প্রতিনিধি : 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ফরিদপুরের আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার বিকালে ডিক্রিরচর ইউনিয়ন যুবলীগের লীগের আয়োজনে সিএন্ডবি ঘাটে শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সদস্য বিপুল ঘোষ। 


ডিক্রিরচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেহদি হাসান মিন্টুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এ. কে. আজাদ।


এসময় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আলী জাহিদ, মহিলা বিষয়ক সম্পাদক আইভী মাসুদ, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মনিরুল হাসান মিঠু, যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনির, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দা নুসরাত তানিয়া, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোঃ মাসুম মিয়া, কোতয়ালী থানা ছাত্র লীগের সভাপতি শাহিনুর রহমান সোহান প্রমুখ।


বক্তরা বলেন, ১৫ আগষ্টের শোককে শক্তিতে পরিণত করে আগামী নির্বাচনে শেখ হাসিনার মনোনিত প্রার্থীকে ভোট দিয়ে বঙ্গবন্ধু কন্যার হাতকে শক্তিশালী করতে হবে। তবেই শোকের মাসের আলোচনা সভা সফল হবে।




Monday, August 14, 2023

August 14, 2023

ডিমের দামে কারসাজি করায় এ্যাডভান্সড পোল্ট্রি এন্ড ফিস ফিডস লিমিটেড কে জরিমানা

 

ডিমের দামে কারসাজি করায় এ্যাডভান্সড পোল্ট্রি এন্ড ফিস ফিডস লিমিটেড কে জরিমানা

ফরিদপুর:

ফরিদপুরে ডিমের দামে কারসাজি করায় এ্যাডভান্সড পোল্ট্রি এন্ড ফিস ফিডস লিমিটেড কে ১০,০০০  টাকা জরিমানা করেছে ফরিদপুর জেলা ভোক্তা অধিদপ্তর।


শনিবার জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের  মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে এবং  জেলা প্রশাসক, ফরিদপুর এর  সদয় নির্দেশনা ও সার্বিক সহযোগিতায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ সোহেল শেখ এর নেতৃত্বে ডিমের অস্বাভাবিক দাম নিয়ন্ত্রণে ডিমের আরত / ডিপোতে অভিযান পরিচালনা করা হয়। 


অভিযানে ডিমের দামে কারসাজি করা, ডিমের বিক্রয় রশিদে মূল্য না থাকা, মূল্য তালিকা যথাযথভাবে সংরক্ষণ ও প্রদর্শন না করার অপরাধে ফরিদপুর সদর উপজেলার বাইপাস সড়কে এ্যাডভান্সড পোল্ট্রি এন্ড ফিস ফিড লিমিটেডকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১০,০০০ টাকা জরিমানা আরোপ করা হয়।এছাড়াও হ্যালিপোর্ট বাজারে ডিম, পেঁয়াজসহ নিত্যপণ্যের বাজার দর তদারকি করা হয়েছে। 


এসময় মোঃ বজলুর রশিদ খান, জেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক, সিভিল সার্জন অফিস এবং জেলা পুলিশের ১টি টিম উপস্থিত থেকে অভিযানে সার্বিক সহযোগিতা করেন। জেলা প্রশাসনের সহযোগিতায় জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।ফরিদপুর জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযান।