Breaking

Monday, March 29, 2021

স্বাভাবিক অবস্থায় ফিরে আসলো ফেসবুক ও মেসেঞ্জার



বাংলাদেশে প্রায় ৭২ ঘণ্টা পর সোমবার সন্ধ্যায় স্বাভাবিক অবস্থায় ফিরেছে সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ক্ষুদেবার্তা পাঠানোর অ্যাপ মেসেঞ্জার।


গত শুক্রবার দুপুর থেকে ফেসবুক ও মেসেঞ্জার ব্যবহারকারীরা সমস্যার সম্মুখীন হচ্ছিলেন।


ফেসবুকের একজন মুখপাত্র বলেছেন, আমরা বুঝতে পেরেছি, বাংলাদেশে আমাদের কার্যক্রম সীমিত করে দেওয়া হয়েছে। যত দ্রুত সম্ভব সম্পূর্ণ স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে আমরা চেষ্টা করছি।



পরে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) ভাইস চেয়ারম্যান সুব্রত রায় একে কারিগরি সমস্যা হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, সমস্যাটা ঠিক কোথায় তা আমরা সুনির্দিষ্টভাবে জানি না। তবে কোনো সাইট নির্দিষ্ট করে ব্লক করা হয়নি।

No comments:

Post a Comment