Breaking

Tuesday, July 27, 2021

ঈদের ২য় দিনে করোনা আক্রান্ত মৃত ব্যক্তির লাশ গোসল করায় ফরিদপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের "কুইক রেসপন্স টিম"

  মোঃরিফাত ইসলাম ফরিদপুর 


ফরিদপুর গুহলক্ষীপুর নিবাসী আব্দুস সাওার সাহেবের বড় ছেলে  রুহুল আমীন রানা করোনা আক্রান্ত হয়ে ১৮ দিন যাবত ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত ২২ জুলাই, ২০২১ইং, শুক্রবার রুহুল আমীন রানা চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৫ঃ০০ টায় ঢাকার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। লাশ এম্বুলেন্স যোগে ফরিদপুর এসে পৌছায় ২৩ জুলাই রাত ১ঃ৫৫ মিনিটে।একদিকে মধ্যরাত আরেক দিকে করোনায় মারা যাওয়া লাশ! মৃত ব্যক্তির ঘনিষ্ঠ বন্ধু সোহেল কোথাও গোসল দেওয়ার লোক না পেয়ে রাত ১২ঃ১০ মিনিটে ফোন করেন ফরিদপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের "কুইক রেসপন্স টিম" কে। কুইক রেসপন্স টিমের সদস্যবৃন্দ লাশ পৌঁছানোর সাথে তার গোসল দেওয়ার ব্যবস্থা করে। রাত ২ঃ৪০ মিনিটের মধ্যে গোসল সম্পূর্ণ করে কাফনের কাপড় পড়িয়ে পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী মৃত ব্যক্তির লাশ ফ্রিজিং এম্বুলেন্সে উঠিয়ে দেয়। ফরিদপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ফয়সাল আহম্মেদ রবিন এর নেতৃত্বে লাশ গোসল এর সময় উপস্থিত ছিলেন কুইক রেসপন্স টিমের সদস্য মাহাবুবুর রহমান, আনোয়ারুল ইসলাম পলাশ, এ টি এম জামিল তুহিন, শেখ জাহাঙ্গীর আলম, বেলায়েত হোসেন রাজু।

No comments:

Post a Comment