Breaking

Sunday, February 13, 2022

চরভদ্রাসনে এইচএসসি পাশের হার ৯৭.৬১ শতাংশ -দৈনিক আমাদের ফরিদপুর

চরভদ্রাসনে এইচএসসি পাশের হার ৯৭.৬১ শতাংশ -দৈনিক আমাদের ফরিদপুর
 চরভদ্রাসনে এইচএসসি পাশের হার ৯৭.৬১ শতাংশ -দৈনিক আমাদের ফরিদপুর


ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের চরভদ্রাসনের একমাত্র উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান চরভদ্রাসন সরকারি কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষায় ৯৭.৬১ ভাগ শিক্ষার্থী পাশ করেছেন।রবিববার(১৩ জানুয়ারী) সারাদেশের ন্যায় চরভদ্রাসনেও পরিক্ষার ফল প্রকাশ হয়।


প্রতিবারের চেয়ে এবারের পরিক্ষায় উপজেলার ঐতিহ্যবাহী এই কলেজের ৩৩৫ জন এইচএসসি পরীক্সার্থীর মধ্যে পাশ করেছেন ৩২৭ জন।ফেল করেছেন মাত্র ৮ জন। কলেজের মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ পেয়ছেন ০৪ জন শিক্ষার্থী। জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে তিনজন মেয়ে ও একজন ছেলে শিক্ষার্থী রয়েছেন। জিপিএ-৫ প্রাপ্তরা হলেন-জোসনা আক্তার, লীমা আক্তার, মিনারা সুলতানা ও হুমায়ুন কবির। 


চরভদ্রাসন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাবিবুর রহমান জানান, প্রতি বছরের চেয়ে এবছর রেজাল্ট ভালো হয়েছে। করোনাকালীন সময়ে ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় অনেক বাধা-বিঘ্নতা অতিক্রম করছে।তাদের এই ফলাফলে কলেজেরে শিক্ষক,শিক্ষার্থীরা আনন্দিত।আমরা তাদের সার্বিক মঙ্গল কামনা করছি’।





No comments:

Post a Comment