Breaking

Monday, December 4, 2023

চরভদ্রাসনে সকল শিক্ষা প্রতিষ্ঠানের পতিত জমিতে বাগান গড়ার নিমিত্তে আলোচনা সভা অনুষ্ঠিত

 

চরভদ্রাসনে সকল শিক্ষা প্রতিষ্ঠানের পতিত জমিতে বাগান গড়ার নিমিত্তে আলোচনা সভা অনুষ্ঠিত
চরভদ্রাসনে সকল শিক্ষা প্রতিষ্ঠানের পতিত জমিতে বাগান গড়ার নিমিত্তে আলোচনা সভা অনুষ্ঠিত

নাজমুল হাসান নিরব,চরভদ্রাসন প্রতিনিধি:

ফরিদপুরের চরভদ্রসনে সকল শিক্ষা প্রতিষ্ঠানের পতিত জমিতে সবজি বাগান গড়ার নিমিত্তে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 


উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে রবিবার সকাল ১০টায় ‘দেশের এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে’ প্রধানমন্ত্রীর এ অনুশাসনের উপর গুরুত্ব দিয়ে সভাটির আয়োজন করেন উপজেলা প্রশাসন। উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ এ সভায় অংশ নেয়। 


সভাটির সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী মোর্শেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ কাউছার।বিশেষ অতিথি হিসেবে উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মোতালেব হোসেন মোল্যা উপস্থিত ছিলেন। 


সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, উপজেলা কৃষি অফিসার মোঃ তোফাজ্জেল হোসেন, উপজেলা প্রকৌশলী মোঃ জালাল উদ্দিন খান, উপজেলা শিক্ষা অফিসার মোঃ নিয়ামত হোসেন, প্রধান শিক্ষক মোজাহারুল হক, সামসুদ্দিন আহাম্মেদ, অগ্নিশ্বর মন্ডল ও কাইয়ূম হোসেন প্রমূখ।


সভায় উপজেলার প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গনে পতিত অনাবাদি জমিতে চলতি শীত মৌসুমে গাজর, টমেটো, মুলা, ঢেড়শ ও বেগুন সহ বিভিন্ন সব্জি আবাদের জন্য তাগিদ দেওয়া হয়। শিক্ষা প্রতিষ্ঠানে সব্জি আবাদের জন্য বীজ ও মাঠ তৈরীর খরচ উপজেলা প্রশাসন বহন করবেন বলেও জানান। প্রধানমন্ত্রীর উল্লেখিত অনুশাসনটি বাস্তবায়ন হলে উপজেলার কৃষিক্ষেত্রে এক বৈপ্লবিক পরিবর্তন আসবে বলে ধারনা করা হচ্ছে। সভাশেষে শিক্ষকদের মাঝে বীনামূল্যে সবজি বীজ বিতরন করেন প্রশাসন। 



No comments:

Post a Comment