Breaking

Friday, September 26, 2025

বোয়ালমারী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন ডেভিড সিকদার

বোয়ালমারী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন ডেভিড সিকদার
বোয়ালমারী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন ডেভিড সিকদার


বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের বোয়ালমারী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন ঢাকাস্থ আরিডড গ্রুপের এমডি ও সিইও ইঞ্জিনিয়ার আজিজুল আকিল (ডেভিড সিকদার)। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে বোয়ালমারী প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয় ও স্থানীয় সাপ্তাহিক বোয়ালমারী বার্তা অফিসে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।


মতবিনিময় সভায় ইঞ্জিনিয়ার আজিজুল আকিল (ডেভিড সিকদার) বলেন—

“আমি ক্ষমতার জন্য লালায়িত নই। নির্বাচন করে এমপি হয়ে তারপর মানুষের সেবা করতে হবে—আমি এ ধারণায় বিশ্বাসী নই। বরং আগে নিজেকে জনগণের আস্থা অর্জনের জন্য প্রস্তুত করতে হবে। আমার মূল লক্ষ্য হলো এলাকার মানুষের সাথে মিশে থাকা, সহাবস্থান করা। আমরা প্রতিনিয়ত দেশের কাছে ঋণী হচ্ছি। দেশকে ভালোবেসে, দেশের কল্যাণে কাজ করার মাধ্যমেই সেই ঋণ শোধ করতে চাই।”


বিএনপি থেকে মনোনয়ন চাইবেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমার সকল তথ্য বিএনপির কাছে রয়েছে। তারা যদি আমাকে যোগ্য মনে করে, ভালো। আমি একজন ডিসিপ্লিনড মানুষ। দল করলে নেতার নির্দেশই হবে আমার পথনির্দেশনা।”


ঢাকা টাইমস-এর স্থানীয় প্রতিনিধি কবি আমীর চারু বাবলুর সঞ্চালনায় বক্তব্য দেন স্থানীয় বিএনপি নেতা মফিজুর কাদের খান মিল্টন, সাবেক ইউপি চেয়ারম্যান রইসুল ইসলাম (পলাশ মিয়া), আরিডড গ্রুপের পরিচালক তাহমিদ আজিজ, কেন্দ্রীয় ছাত্রদল নেতা সৈয়দ আরাফাত আলী সামিন, বোয়ালমারী প্রেসক্লাব সভাপতি এডভোকেট কোরবান আলী, সহ-সভাপতি কাজী আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ।


এছাড়াও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও বাংলা টিভি প্রতিনিধি সুমন খান, ইনকিলাব প্রতিনিধি জাকির হোসেন, ঢাকার ডাক প্রতিনিধি এম এম জামান, যায়যায়দিন প্রতিনিধি দীপঙ্কর পোদ্দার, খোলা কাগজ প্রতিনিধি আল মামুন রনি, পাক্ষিক নজীর বাংলা সম্পাদক সাইফুল্লাহ নজীর মামুন, খবরপত্র প্রতিনিধি হাসান মাহমুদ মিলু, নয়া দিগন্ত প্রতিনিধি ইকবাল হাসান লিমন, আমাদের সময় প্রতিনিধি সনৎ চক্রবর্তী, প্রতিদিনের কাগজ প্রতিনিধি মুকুল বসু, সাপ্তাহিক মানব দর্পণ সম্পাদক তারিকুল ইসলাম, আমার বার্তা প্রতিনিধি মোহাম্মাদ ইমরানসহ আরও অনেকে।



No comments:

Post a Comment