সালথায় সাংবাদিককে বিকালে শ্রমিকদল ও যুবদল নেতার হুমকি, রাতে ক্ষমা প্রার্থনা
নাজমুল হাসান নিরব:
ফরিদপুরের সালথায় বিকেলে দৈনিক যুগান্তর প্রতিনিধি শফিকুল ইসলাম ও তার ভাই নয়াদিগন্ত প্রতিনিধি রেজাউল করিমকে প্রাণনাশের হুমকি দিয়ে রাতেই ক্ষমা প্রার্থনা করেছেন উপজেলা শ্রমিকদলের সভাপতি কামাল বিশ্বাস ও কথিত যুবদল নেতা বালাম বিশ্বাস। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত এ ঘটনাপ্রবাহ ঘটে।
সাংবাদিক শফিকুল ইসলামের মালিকানাধীন সালথা বাজারের বটতলায় একটি দোকান ভাড়া নিয়ে বিরোধের জেরে সালিশ বৈঠক বসে। বৈঠকের একপর্যায়ে কামাল বিশ্বাস ও বালাম দাই শফিকুলকে উদ্দেশ্য করে হুমকি দিয়ে বলেন, “পাড়ায় ধরে মেরে ফেলবো।” এতে উপস্থিতরা ক্ষোভ প্রকাশ করেন।
হুমকির ঘটনা স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিলে শনিবার রাতেই কামাল বিশ্বাস ও বালাম দাই সাংবাদিক শফিকুল ইসলামের বাড়িতে গিয়ে তার মা-বাবার কাছে ক্ষমা চান। পরদিন রোববার দুপুরে কামাল বিশ্বাস ও বালাম দাই দু’জনেই নিজেদের ফেসবুক আইডিতে স্ট্যাটাস দিয়ে সাংবাদিক সমাজের কাছে দুঃখ প্রকাশ করেন।
তাদের স্ট্যাটাসে লেখা হয়- “সালথায় সাংবাদিকদের সাথে আমাদের একটা ভুল বোঝাবুঝি হয়েছিল। আমরা প্রিয় সাংবাদিক ভাইদের কাছে দুঃখ প্রকাশ করছি। ঘটনাটি মীমাংসা হয়েছে। আমরা এখন থেকে মিলে-মিশে চলবো ইনশাআল্লাহ।”
সাংবাদিক শফিকুল ইসলাম বলেন, “তারা প্রেসক্লাবের সব সাংবাদিকের কাছে ক্ষমা চেয়েছেন। আমার মা-বাবার কাছেও এসে দুঃখ প্রকাশ করেছেন। তাই আমি বিষয়টি নিয়ে আর এগোতে চাই না।”
সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদ বলেন, “যেহেতু তারা নিজেদের ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়েছেন এবং সাংবাদিক শফিকুল ইসলামও ক্ষমা করে দিয়েছেন, তাই আমরা আর বিষয়টি নিয়ে কোনো পদক্ষেপ নিতে চাই না। তবে ভবিষ্যতে এ ধরনের আচরণ কোনোভাবেই কাম্য নয়।”
No comments:
Post a Comment