Breaking

Thursday, August 15, 2019

ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘষে নিহত ৩

এএফ ডেস্ক/ফরিদপুর-
ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কের ভাঙ্গার নোয়াপাড়া ২নং ব্রিজের কাছে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ তিনজন নিহত হয়েছে। আর এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ৩০জন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই লোকাল বাসের ড্রাইভার রওশন আলী এবং বাসযাত্রী মিরা রানী কুন্ড নিহত হয়। আর ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১ জনের মৃত্যু হয়।
ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক আশরাফ উদ্দিন আহমদ জানান, সকালে ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কের নোয়াপাড়া ব্রিজের কাছে ফরিদপুর থেকে টেকেরহাটগামী একটি লোকাল বাসের সাথে বিপরিত দিক থেকে আসা রংপুরগামী তুহিন পরিবহনে সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় ১ জনকে ঢাকায় পাঠানো হয়েছে। নিহত দুজনের মরদেহ ভাঙ্গা হাইওয়ে থানায় এবং অপরজনকে হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

No comments:

Post a Comment