Breaking

Wednesday, February 24, 2021

ফরিদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

 মোঃরিফাত ইসলাম,জেলা প্রতিনিধি ফরিদপুরঃ

ফরিদপুরে 'বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২১ ডিজিটাল ম্যারাথন অংশে বিভিন্ন ফরমেশন এবং সংস্থার মাধ্যমে সামরিক ও বেসামরিক ব্যক্তিদের অংশগ্রহণ সংক্রান্ত' এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। 

২৪ ফেব্রুয়ারি বুধবার সকাল ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানিত সভায় বক্তব্য রাখেন লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ (পিএসসি), মেজর মোহাম্মদ শাহিন, ক্যাপ্টেন মোহাম্মদ রবিউল ইসলাম সজীব, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) জামাল পাশা, র‍্যাব-৮ এর কোম্পানি অধিনায়ক রফিকুল ইসলাম, পৌর মেয়র অমিতাভ বোস, ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান খোকন, সাংবাদিক পান্না বালা, রাসিন এর নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তা, ব্লাস্ট এর সমন্বয়ক এ্যাডঃ শিপ্রা গোস্বামী প্রমূখ।

সভায় জানানো হয় আগামী ৬ মার্চ এ উপলক্ষে একটা ম্যারাথন অনুষ্ঠিত হবে। ম্যারাথন টি শহরের রাজবাড়ী রাস্তার মোড় থেকে শুরু হবে এবং তা ফরিদপুর শেখ জামাল স্টেডিয়ামে এসে শেষ হবে।
এ ম্যারাথনের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে  পৌরসভা মেয়র অমিতাভ বোসকে নির্বাচন করা হয়েছে।

ম্যারাথন উপলক্ষে ফরিদপুর পৌরসভা, ফরিদপুর  প্রেসক্লাবসহ বিভিন্ন এনজিও সংগঠনের এবং সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের সহযোগিতা কামনা করা হয়।

আগামী ৬ মার্চ শনিবার সকাল ৮.৩০ এ ম্যারাথন অনুষ্ঠিত হবে। এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রথম ১০০ জন প্রতিযোগীকে বিশেষ পুরস্কার দেয়া হবে বলে সভায় জানানো হয়।

No comments:

Post a Comment