ফরিদপুরে ডেঙ্গু সচেতনতায় ওয়ালটন এর র্যালী ও পরিষ্কার-পরিচ্ছন্নতা
নাজমুল হাসান নিরব,ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের নীলটুলি ওয়ালটন প্লাজা এবং কানাইপুর শাখার যৌথ উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র্যালি এবং পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রম করা হয়েছে।
সোমবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টায় ফরিদপুরের চর টেপাখোলা মাধ্যমিক বিদ্যালয় প্রঙ্গনে একটি র্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রম করা হয়। ‘ক্রেতা তুমি আপনজন, ঘোর বিপদেও তোমার আমরা সাথি সারাক্ষণ’ এ স্লোগানে প্লাজার ম্যানেজার ও কর্মকর্তা-কর্মচারীদে ও স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে এ র্যালি করা হয়।
র্যালিতে অংশ নেন ওয়ালটনের কর্মকর্তা, কর্মচারীগণ, চর টেপাখোলা মাধ্যমিক বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক মন্ডলী এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ছাত্র-ছাত্রী।
ওয়ালটনের নিলটুলী প্লাজার ম্যানেজার প্রকাশ চন্দ্র বিশ্বাস জানান,আমরা যদি আমাদের চারপাশে পরিষ্কার রাখি,কোথাও পানি জমতে না দেই,তাহলে ডেঙ্গু প্রতিরোধে অকেটাই সক্ষম হবো।ওয়ালটন সবসময় সমাজ সংস্কারে কাজ করে আসছে।
ওয়ালটনের কর্মকর্তারা আরো বলেন, ডেঙ্গু এখন ভয়াবহ রূপ ধারণ করছে। আমাদের সবার উচিত সচেতন হওয়া এবং সচেতনতা বৃদ্ধি করা। কেউ তার প্রিয়জনকে হারাক, এটা কোনোভাবেই কাম্য নয়। তাই, ওয়ালটনের পক্ষ থেকে এ সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
No comments:
Post a Comment