Breaking

Wednesday, July 24, 2019

ফরিদপুরের চরভদ্রাসনে বন্যার্তদের মাঝে জেলা প্রশাসনের ত্রাণ বিতরণ

এএফ ডেস্ক/ফরিদপুর

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চরঝাউকান্দা ইউনিয়নের চরকালিকপুর এলাকায় বন্যা কবলিত ২শতাধিক পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছেন জেলা প্রশাসন। 

সোমবার সকাল ১০টার দিকে পদ্মা নদী বেষ্টিত চরঞ্চালে গিয়ে অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরন করা হয়। এ সময় ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোখসানা রহমান, চরভদ্রাসন উপজেলা চেয়ারম্যান মোশাররফ হোসেন মুসা, উপজেলা নিবার্হী কর্মকর্তা জেসমিন সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) ফারজানা নাসরিন, ইউনিয়ন চেয়ারম্যান ফরহাদ হোসেন, জেলা ত্রান কর্মকর্তা সাইদুর রহমান উপস্থিত ছিলেন। 
জেলা প্রশাসক অতুল সরকার জানান, ফরিদপুরের সদর, সদরপুর ও চরভদ্রাসন উপজেলার নি¤œাঞ্চল প্লাবিত হয়েছে। গত কয়েকদিন পানি বাড়লেও সোমবার ৬টার খবর অনুযায়ী গত ২৪ ঘন্টায় ৬ সেন্টিমিটার কমে বিপদসীমার ৬০ সেন্টিমিটার উপর দিয়ে পদ্মা নদীর পানি প্রবাহিত হচ্চে। জেলা প্রশাসন বন্যা দুর্গোত মানুষের পাশে থাকতে তৎপর রয়েছে। 
জেলা ত্রান কর্মকর্তা জানান, ২শত পরিবারের মাঝে শুকনা খাবার বিতরন করা হয়েছে। খাবারের মধ্যে ১০ কেজি চাউল, ডাল, তেল, চিনি, লবন, চিড়া, নুলডস ও খাবার পানি বিশুদ্ধ করন ট্যাবলেট দেওয়া হয়েছে। এ ছাড়া জেলা প্রশাসকের পক্ষ থেকে দুর্গত এলাকার শিশুদের মাঝে বিভিন্ন ধরনের খেলনা দেওয়া হয়।

No comments:

Post a Comment